ইসরায়েলের কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইউক্রেন

মুনা নিউজ ডেস্ক | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:০০

ফাইল ছবি ফাইল ছবি

ইসরায়েলের কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইউক্রেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেন খুব শিগগিরই নতুন দুটি প্যাট্রিয়ট সিস্টেমও পাবে।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের এই বক্তব্য এসেছে কয়েক মাস পর, যখন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গত জুনে দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টকে বলেছিল যে, ইউক্রেনে কোনো প্যাট্রিয়ট সিস্টেম পাঠানো হয়নি।

যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের সেনাবাহিনীর জন্য বেশ সহায়ক হবে বলে জানান জেলেনস্কি।



আপনার মূল্যবান মতামত দিন: