অবৈধ তহবিল নেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হলেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট

মুনা নিউজ ডেস্ক | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৬

ফাইল ছবি ফাইল ছবি

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে লাখ লাখ ইউরোর অবৈধ তহবিল নেওয়ার মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার প্যারিসের ফৌজদারি আদালতের প্রধান বিচারক নাথালি গাভারিনো রায় পড়ে শোনান। তবে এখনো সাজা ঘোষণা করা হয়নি।

তিনি ২০০৭ সালের নির্বাচনী প্রচারণার জন্য গাদ্দাফির কাছ থেকে পাওয়া তহবিল ব্যবহার করেছিলেন। ৭০ বছর বয়সী সারকোজি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। তিনি দাবি করেন, মামলাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদি। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

বিচারক নাথালি গাভারিনো বলেন, সারকোজি তার প্রচারণার জন্য আর্থিক সহায়তা পাওয়ার জন্য ঘনিষ্ঠ সহযোগীদের লিবিয়ার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার অনুমতি দিয়েছিলেন।

২০১৩ সালে এই মামলার তদন্ত শুরু হয়। এর অন্তত দুই বছর আগে তৎকালীন লিবিয়ান নেতার ছেলে সাইফ আল-ইসলাম প্রথমবার সারকোজির বিরুদ্ধে তার বাবার লাখ লাখ ইউরো নেওয়ার অভিযোগ আনেন।

গাদ্দাফির ছেলের অভিযগের পরের বছর লেবাননের প্রভাবশালী ব্যবসায়ী জিয়াদ তাকাইদ্দাইন বলেন, তিনি লিখিত প্রমাণ পেয়েছেন যে, সারকোজির প্রচারণার জন্য লিবিয়া প্রচুর পরিমাণে অর্থায়ন করেছে। এমনকি প্রেসিডেন্ট হওয়ার পরও লিবিয়া তাকে ৫০ মিলিয়ন ইউরো দিয়েছিল।

সারকোজির স্ত্রী ইতালীয় বংশোদ্ভূত প্রাক্তন সুপারমডেল ও গায়িকা কার্লা ব্রুনি-সারকোজির বিরুদ্ধে গত বছর গাদ্দাফি মামলার সঙ্গে সম্পর্কিত প্রমাণ গোপন করা এবং জালিয়াতির জন্য অন্যায়কারীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ আনা হয়।

২০১২ সালে পুনর্নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে সারকোজি বেশ কয়েকটি অপরাধমূলক তদন্তের লক্ষ্যবস্তুতে পরিণত হন। তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে 'প্রচারণায় অতিরিক্ত খরচ করার' এবং তারপর এটি 'ধামাচাপা দেওয়ার জন্য একটি পিআর ফার্মকে নিয়োগ করার' দায়ে দোষী সাব্যস্ত হন। সেসময় তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়, যার মধ্যে ছয় মাস স্থগিত রাখা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: