ইউক্রেনের প্রাক্তন পার্লামেন্ট স্পিকারকে গুলি করে হত্যা

মুনা নিউজ ডেস্ক | ৩০ আগস্ট ২০২৫ ২০:১১

ফাইল ছবি ফাইল ছবি

ইউক্রেনের প্রাক্তন পার্লামেন্ট স্পিকার আন্দ্রিয় প্যারুবিকে গুলি করে হত্যা করা হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কিয়েভের ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানায়।

শনিবার স্থানীয় সময় দুপুরে দেশটির লভিভ শহরের ফ্রাঙ্কিভস্ক জেলার পুলিশ গুলির শব্দ পাওয়ার পর তদন্তে নামে। পুলিশের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, প্যারুবিকে একটি ই-বাইকে সজ্জিত এক দুষ্কৃতকারী একাধিকবার গুলি করেছে।

২০১৪ সালে রাশিয়া সমর্থিত প্রাক্তন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করার পেছনে ইউক্রেনের মাইদান আন্দোলনের অংশ ছিলেন ৫৪ বছর বয়সী প্যারুবি। সেই আন্দোলনে ভূমিকা রাখার জন্য পরিচিতি পান তিনি। মূলত ওই আন্দোলন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)’র সঙ্গে ইউক্রেনের সম্পর্ক আরও দৃঢ় করার পক্ষে ছিলো।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি এই ঘটনাকে একটি ‘ভয়াবহ হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছেন এবং শোক প্রকাশ করেছেন।

ইউক্রেনের পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে এ ঘটনায় কারা জড়িত তা স্পষ্ট নয়।

একটি বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ইগোর ক্লাইমেঙ্কো এবং প্রধান প্রসিকিউটর রুসলান ক্রাভচেঙ্কো লভিভে এই ভয়াবহ হত্যাকাণ্ড সম্পর্কে রিপোর্ট করেছেন। আন্দ্রিয় প্যারুবি নিহত হয়েছেন। তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা।’

ইতমদ্ধে, হত্যাকারীকে শনাক্ত এবং গ্রেফতারের জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলা জানান প্রেসিডেন্ট জেলেনস্কি।



আপনার মূল্যবান মতামত দিন: