শক্তিশালী টাইফুন কাজিকি

৫ লাখের বেশি মানুষকে সরানো হচ্ছে ভিয়েতনাম থেকে

মুনা নিউজ ডেস্ক | ২৫ আগস্ট ২০২৫ ২১:১৪

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

শক্তিশালী টাইফুন কাজিকির সম্ভাব্য আঘাত থেকে বাঁচতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম ও চীন। ভিয়েতনাম সরকার পাঁচ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে এবং সব ধরনের নৌযানকে উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে।

একই সঙ্গে, দক্ষিণ চীনের জনপ্রিয় পর্যটন শহর সানইয়াতে সব ব্যবসা-বাণিজ্য ও গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। 

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, টাইফুন কাজিকি রোববার সন্ধ্যা থেকে হাইনান প্রদেশের দক্ষিণ উপকূল ঘেঁষে ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে।

ভিয়েতনামের জাতীয় আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় রোববার সকাল ৯টা পর্যন্ত টাইফুনটির বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৬৬ কিলোমিটার (১০৩ মাইল)। চীনা আবহাওয়াবিদরা ধারণা করছেন, এটি আরও শক্তিশালী হয়ে ঘণ্টায় ১৮০ কিলোমিটার (১১১ মাইল) বেগে প্রবাহিত হতে পারে।

ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, থ্যান হোয়া, কুয়াং ট্রি, হুয়ে ও ডানাং প্রদেশের ৫ লাখ ৮৬ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সোমবার ভোরে টাইফুনটি এসব অঞ্চলে আঘাত হানতে পারে।

ভিয়েতনাম সরকার ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষকে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে। উদ্ধার ও সহায়তার জন্য সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। পাশাপাশি, সাতটি উপকূলীয় প্রদেশ থেকে রোববার সকালেই নৌকাগুলোকে উপকূলে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, পর্যটনকেন্দ্র সানইয়াতে টাইফুনের কারণে সব পর্যটন স্থান, ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান, শপিং সেন্টার, রেস্তোরাঁ ও সুপারমার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। সানইয়ার জলসীমায় নৌযান চলাচলও স্থগিত করা হয়েছে।

চীনের আবহাওয়া সংস্থা হাইনান, গুয়াংডং ও গুয়াংজি প্রদেশে ভারি বৃষ্টিপাত ও প্রবল ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে। হাইনানের কিছু অঞ্চলে রোববার থেকে সোমবার পর্যন্ত ৩২০ মিলিমিটার (১২.৬ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

রোববার সকালে সানইয়াতে সর্বোচ্চ রেড টাইফুন সতর্কতা জারি করা হয়েছে, যা চীনের আবহাওয়া সতর্কীকরণ ব্যবস্থার সর্বোচ্চ স্তর। স্থানীয় সরকারের জরুরি বৈঠকে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’র জন্য প্রস্তুতির আহ্বান জানানো হয়েছে।

ভিয়েতনাম সরকার টাইফুন কাজিকির শক্তিকে গত বছরের টাইফুন ইয়াগির সঙ্গে তুলনা করেছে। ইয়াগির আঘাতে প্রায় ৩০০ মানুষের মৃত্যু ও ৩.৩ বিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন: