রাশিয়ায় বিধিনিষেধের কবলে হোয়্যাটসঅ্যাপ ও টেলিগ্রাম

মুনা নিউজ ডেস্ক | ১৪ আগস্ট ২০২৫ ২৩:০৭

ফাইল ছবি ফাইল ছবি

ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ জোরদারে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভয়েস কলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে রাশিয়া। দেশটিতে ৮ কোটি ৯০ লাখ হোয়াটসঅ্যাপ ও ৯ কোটি ৬০ লাখ টেলিগ্রাম ব্যবহারকারী আছেন। রাশিয়ার এমন সিদ্ধান্তে তাদের ওপর বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর অনলাইন আল জাজিরার।

এদিকে এক বিবৃতিতে রাশিয়ার মিডিয়া ও ইন্টারনেট নিয়ন্ত্রক রোসকমনাদজর বলেছেন, অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে ওই পদক্ষেপ নেয়া প্রয়োজন ছিলো। আইন প্রয়োগকারী সংস্থার মতে, প্রতারণা ও অর্থ আদায়ের জন্য ব্যবহৃত মাধ্যমগুলোর মধ্যে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ অন্যতম।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যাটফর্মগুলোতে শুধু ভয়েস কল সীমাবদ্ধ ছিলো। তবে রাশিয়ার ব্যবহারকারীরা জানিয়েছে, তারা ভিডিও কলের ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হয়েছেন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের শুরু থেকে ইন্টারনেটের ওপর কড়াকড়ি জোরদার করেছে মস্কো।

নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলো বরাবর দাবি করে এসেছে ইউক্রেন টেলিগ্রামের মাধ্যমে নাশকতামূলক কাজ করেছে। গত মাসে নতুন আইন পাস করেছে রাশিয়া। সেখানে বলা হয়েছে, কর্তৃপক্ষের কাছে অবৈধ মনে হয় এমন কোনো কন্টেন্ট অনুসন্ধান করা হলে তাদেরকে শাস্তিুর মুখোমুখি হতে হবে।

এছাড়া জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ পরিবর্তন করে সেখানে রাশিয়ার তৈরি ম্যাক্স অ্যাপ ব্যবহারের কথাও বলা হয়েছে। সমালোচনাকারীরা আশঙ্কা করছেন, এর মাধ্যমে ব্যবহারকারীদের তথ্যে অ্যাক্সেসের সুযোগ করে দেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: