
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা শিগগিরই পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন। বুধবার স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানানো হয়।
পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনে ভরাডুবির পর ইশিবার জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়। এ কারণেই এ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রতিবেদনগুলোতে বলা হয়, বুধবার যুক্তরাষ্ট্র-জাপান বাণিজ্য চুক্তি ঘোষণার পর ইশিবা তার ঘনিষ্ঠদের কাছে পদত্যাগের ইচ্ছার কথা জানান।
গত বছর দলীয় নেতৃত্বের দ্বিতীয় দফায় ইশিবা কট্টরপন্থী রক্ষণশীল সানে তাকাইচিকে পরাজিত করেছিলেন। নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনার জন্য বুধবার ইশিবা ক্ষমতাসীন দলের হেভিওয়েটদের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: