 সংগৃহীত ছবি
                                    সংগৃহীত ছবি
                                    
মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের চোলোমা শহরে গুলিতে অন্তত ১১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। উত্তর হন্ডুরাসের কর্টেসের চোলোমায় লোপেজ আরেলানো সেক্টরের ভিক্টোরিয়া এলাকায় একটি পুল হলে এই ঘটনা ঘটে।
হন্ডুরাসের সংবাদমাধ্যম প্রসেসো জানিয়েছে, প্রাথমিক তথ্য ইঙ্গিত করে যে- ভারী অস্ত্রধারী কয়েকজন পুল হলটিতে প্রবেশ করে সেখানে থাকা সবাইকে গুলি করেন।
খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে দশজন পুরুষ ও একজন নারী। সহিংস কর্মকাণ্ডে তিনজন আহত হয়েছেন এবং তাদের কেয়ার সেন্টারে স্থানান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে তাদের আত্মীয়-স্বজন আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ কর্মকর্তারা ওই এলাকার নিরাপত্তা জোরদার করেছেন।
হত্যাকাণ্ডে জড়িতদের সন্ধানে অভিযান পরিচালনা করছে সেখানকার পুলিশ।
এর আগে সম্প্রতি দেশটির একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় প্রায় অর্ধশত নারীর মৃত্যু হয়।
সূত্র : প্রসেসো
 
             
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: