পাঁচ বছরের যুদ্ধবিরতি হলে সব জিম্মিদের মুক্তি দেবে হামাস

মুনা নিউজ ডেস্ক | ২৬ এপ্রিল ২০২৫ ২২:৩৪

ফাইল ছবি ফাইল ছবি

গাজায় যুদ্ধের অবসানের জন্য হামাস একটি চুক্তি করতে চায়, যার মাধ্যমে সমস্ত বন্দীদের মুক্তি দেওয়া হবে এবং পাঁচ বছরের যুদ্ধবিরতি নিশ্চিত করা হবে। মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে আলোচনার আগে হামাসের একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে হামাসের কর্মকর্তা এএফপিকে বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন 'একক ব্যাচে বন্দী বিনিময় এবং পাঁচ বছরের জন্য যুদ্ধবিরতির জন্য প্রস্তুত'।

এদিকে, গাজা যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি নিয়ে মিশরের কায়রোতে শনিবার আলোচনা শুরু করেছে হামাসের প্রতিনিধি দল।

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, তাদের দৃষ্টিভঙ্গি একটি 'ব্যাপক চুক্তি' অর্জনের ওপর ভিত্তি করে, যার মধ্যে রয়েছে গাজা থেকে সম্পূর্ণ ইসরায়েলি প্রত্যাহার এবং ছিটমহল পুনর্গঠন।

সংগঠনটি আরও জানিয়েছে, মিশরে তাদের প্রতিনিধিদল গাজায় ইসরায়েলের অনাহার নীতির প্রভাব নিয়েও আলোচনা করবে এবং এই অঞ্চলে খাদ্য ও ওষুধসহ মানবিক সহায়তা সরবরাহের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেবে।



আপনার মূল্যবান মতামত দিন: