পুতিনের ইস্টার যুদ্ধবিরতি 'নির্মম অভিনয়' : জেলেনস্কি

মুনা নিউজ ডেস্ক | ২০ এপ্রিল ২০২৫ ১৮:১৫

ফাইল ছবি ফাইল ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত এক দিনের ইস্টার যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার বাহিনীগুলো ভান করছে, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীর ক্ষতি সাধনের জন্য রাতভর তৎপরতা চালিয়েছে তারা। শনিবার রাতে পুতিন অর্থোডক্স খ্রিস্টানদের ইস্টার প্রার্থনায় যোগ দেন। এর কয়েক ঘণ্টা আগে তিনি তার সামরিক বাহিনীগুলোকে মস্কোর স্থানীয় সময় রোববার মধ্যরাত পর্যন্ত ‘সব সামরিক তৎপরতা বন্ধ’ রাখার নির্দেশ দেন।

মস্কো ও কিইভ শান্তি আলোচনার বিষয়ে আন্তরিকতা না দেখালে যুক্তরাষ্ট্র কয়েকদিনের মধ্যে মধ্যস্থতা থেকে সরে দাঁড়াতে পারে বলে ঘোষণা দিয়েছে। এর পরই পুতিন একতরফাভাবে ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করে সৌজন্যতা দেখান।

সামাজিক মাধ্যমে করা এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, “সাধারণভাবে ইস্টারের সকালে আমরা বলতে পারি, রাশিয়ার সেনাবাহিনী যুদ্ধবিরতির একটি সাধারণ ধারণা তৈরি করার চেষ্টা করছে, কিন্তু কিছু জায়গায় তারা ব্যক্তিগতভাবে অগ্রসর হওয়ার ও ইউক্রেনের ক্ষতি করার চেষ্টা করছে।” শনিবার সন্ধ্যায় শত শত গোলাবর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি।

রোববারের শুরুতে ইউক্রেনীয় বাহিনী যুদ্ধক্ষেত্রে ৫৯টি গোলাবর্ষণের ঘটনা ও পাঁচটি আক্রমণের চেষ্টার কথা জানিয়েছে বলে দাবি করেন তিনি। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে তৎপরতা কমেছে, এটি সত্য হলেও যুদ্ধ থামেনি।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রের সামরিক মুখপাত্র ভিক্তর ত্রেহুবভ দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে বলেছেন, “এটি কমেছে কিন্তু অদৃশ্য হয়নি। সত্যি বলতে, এটি (যুদ্ধবিরতি) আসলে হবে এই নিয়ে আমরা খুব আশাবাদী না।”

রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছে, রোববার ভোররাতে রাশিয়ার নিয়ন্ত্রিত পূব ইউক্রেইনের দোনেৎস্ক অঞ্চলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে যুদ্ধক্ষেত্র থেকে যেসব খবর পাওয়া গেছে রয়টার্স স্বতন্ত্রভাবে সেগুলো যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: