
সন্ত্রাসীদের তালিকা থেকে নিজেদেরকে বাদ দেয়ার জন্য বৃটেনের কাছে আবেদন করেছে ফিলিস্তিনের যোদ্ধাগোষ্ঠী হামাস। এ বিষয়ে বৃটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের কাছে হামাসের পক্ষে আনুষ্ঠানিকভাবে বুধবার আবেদন জমা দিয়েছেন হামাসের সিনিয়র কর্মকর্তা মুসা আলু মারজুক।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের রাজনৈতিক শাখার আন্তর্জাতিক সম্পর্ক এবং আইনি বিষয়ক প্রধান মারজুক ওই আবেদনে জানিয়েছেন, হামাস হলো ফিলিস্তিনের ইসলামপন্থি স্বাধীনতা ও প্রতিরোধ আন্দোলনের সংগঠন। তাদের উদ্দেশ্যই হলো ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতা এবং জায়নবাদী প্রকল্পগুলোর মুখোমুখি হওয়া। এই আবেদনের পরিধি কমপক্ষে ১০০ পৃষ্ঠা।
এতে মত নেয়া হয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের সাবেক এডহকভিত্তিক বিচারক জন দুগার্ড সহ কমপক্ষে ২০ জন বিশেষজ্ঞের। এতে যুক্তি দেয়া হয়েছে যে, গাজায় গণহত্যা চালানো হচ্ছে।
আন্তর্জাতিক আইনের অধীনে বৃটেনের এর বিরোধিতা করার বাধ্যবাধকতা আছে। তা তারা করছে না। এর মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
হামাসের মতপ্রকাশের স্বাধীনতা আছে। সমাবেশের অধিকার আছে। কিন্তু তাদের পাশে দাঁড়াচ্ছে না বৃটেন। এটা বৈষম্যমূলক।
এই আবেদনে বিশেষজ্ঞরা দাবি করেছেন বৃটেনের আইনের অধীনে যেভাবে হামাসের কর্মকাণ্ডকে সন্ত্রাস হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, একই কাজ তো করছে ইসরাইলি সেনাবাহিনী, ইউক্রেনের সেনাবাহিনী এবং বৃটিশ সেনাবাহিনী।
আপনার মূল্যবান মতামত দিন: