
সদস্য রাষ্ট্রগুলো বার্ষিক বৈঠকে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানানোর পর ইথিওপিয়ায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূতকে আফ্রিকান ইউনিয়নের সদর দফতর থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সোমবার আল জাজিরার একজন টেলিভিশন প্রতিবেদক জানান, ইথিওপিয়ায় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত বার্ষিক বৈঠকের জন্য আফ্রিকান ইউনিয়নের সদর দফতরে উপস্থিত ছিলেন। কিন্তু কিছু সদস্য রাষ্ট্র তার উপস্থিতির বিরোধিতা করে এবং পরবর্তীতে তাকে অনুষ্ঠানস্থল থেকে বহিষ্কার করে।
সম্প্রতি, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ৩৮তম আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শীর্ষ সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে, অংশগ্রহণকারীরা ইহুদিবাদী সরকারের অপরাধ এবং গাজা উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে তাদের নৃশংস আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ইসরাইলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার বিরোধিতা করছি। ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে এবং তাদের আন্তর্জাতিক আদালতে বিচার করা উচিত।’
এতে জোর দিয়ে আরও বলা হয়, ‘আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে দখলদারিত্ব এবং আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত ইসরাইলের সাথে সহযোগিতা বন্ধ করার দাবি জানাচ্ছি।’
সব ফিলিস্তিনি বন্দি, বিশেষ করে নারী ও শিশুদের অবিলম্বে মুক্তির দাবিও জানানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: