চীনা নববর্ষের ছুটিতে ৯০০ কোটি মানুষের ভ্রমণ

মুনা নিউজ ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৮

ফাইল ছবি ফাইল ছবি

চীনে ৪০ দিনের চান্দ্র নববর্ষ উৎসবে অভ্যন্তরীণ পর্যটনে রেকর্ড সৃষ্টি হয়েছে। চীনা বার্তা সংস্থা সিনহুয়া রবিবার (২৩ ফেব্রুয়ারি) জানিয়েছে, এবার প্রায় ৯০২ কোটি ভ্রমণ সম্পন্ন হয়েছে দেশটিতে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, এবারের ছুটিতে রেলপথে ভ্রমণের সংখ্যা গত বছরের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫১ কোটি ৩০ লাখে পৌঁছেছে। এদিকে। ৯০ কোটি ২০ লাখের বেশি মানুষ আকাশপথে ভ্রমণ করেছেন, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বেশি।

গত বছর চান্দ্র নববর্ষ উৎসবকে কেন্দ্র করে প্রায় ৮৪০ কোটি অভ্যন্তরীণ ভ্রমণ হয়েছিল দেশটিতে। চীনে এই ছুটি বসন্ত উৎসব হিসেবে বিবেচিত হয়।

চীনের বৃহত্তম এই ছুটিকে ঘিরে ভ্রমণের উৎসবকে জাতীয় অর্থনীতি ও পরিবহন ব্যবস্থার সক্ষমতা যাচাইয়ের সুযোগ পায় কর্তৃপক্ষ। এবছর সরকারের আশানুরূপ ভ্রমণ সম্পন্ন হয়েছে দেশটিতে।

২০২৩ সাল থেকে চান্দ্র বর্ষের ছুটি উপলক্ষে প্রধান মহাসড়কে ব্যক্তিগত গাড়ি করে বেড়াতে যাওয়া জনগণকেও জরিপের আওতায় আনা শুরু করে পরিবহন মন্ত্রণালয়। তখন থেকেই এই সময়ে ভ্রমণের সংখ্যা এক লাফে অনেকখানি বৃদ্ধি পায়।

কোভিড-১৯ মহামারির পর থেকে দেশটিতে অভ্যন্তরীণ ভ্রমণ হ্রাস পেয়েছিল। এর আগে, ২০১৯ সালের বসন্ত উৎসবে প্রায় ২৯৮ কোটি ভ্রমণের তথ্য নথিভুক্ত করা হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন: