সার্ক- এর কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য দায়ী পাকিস্তান: রণধীর জয়সওয়াল

মুনা নিউজ ডেস্ক | ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৬

ফাইল ছবি ফাইল ছবি

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারের আহ্বানের পর নতুন করে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়েছে। তবে সার্কের পুনরুজ্জীবন প্রশ্নে সন্ত্রাসবাদ বিষয়ে বাংলাদেশকে সতর্ক করেছে ভারত।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, গত সপ্তাহে ওমানে ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে মাস্কাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেন। সেসময় সার্কের বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছিল।

পাকিস্তানকে ইঙ্গিত করে রণধীর জয়সওয়াল বলেন, ‘দক্ষিণ এশিয়ার সবাই জানে যে, কোন দেশ এবং তাদের কোন ধরনের কার্যকলাপ সার্ক- এর কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য দায়ী।’

তিনি বলেন, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের উদ্বেগের কথা জানান, ‘বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে, এটি গুরুত্বপূর্ণ’।

মুখপাত্র আরও বলেন, ‘ওমানে অনুষ্ঠিত সম্মেলনে উভয় পক্ষ পারস্পরিক উদ্বেগ এবং স্বার্থের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছে। বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য আলোচনা শুরু করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। এছাড়া তিনি সার্ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং এই বিষয়ে ভারত সরকারকে বিবেচনার অনুরোধ করেন।’



আপনার মূল্যবান মতামত দিন: