নামিবিয়ার প্রতিষ্ঠাকালীণ প্রেসিডেন্ট স্যাম নুজোমার প্রয়াণ

মুনা নিউজ ডেস্ক | ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২২

ফাইল ছবি ফাইল ছবি

মারা গেছেন স্বাধীন নামিবিয়ার প্রথম প্রেসিডেন্ট স্যাম নুজোমা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৫ বছর। রাষ্ট্রীয় এক বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির বর্তমান নেতা নাঙ্গোলো এমবুম্বা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীন হওয়া নামিবিয়ার দীর্ঘলড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন নুজোমা। তিনি ১৯৬০ এর দশকে সাউথ ওয়েস্ট পিপলস অর্গানাইজেশন (সোয়াপো) নামের একটি দল প্রতিষ্ঠা করেন। যেটি নামিবিয়ার মুক্তি সংগ্রামের লড়াইয়ে সরাসরি অংশগ্রহণ করেছে।

রাষ্ট্রীয় বার্তায় বলা হয়েছে, শনিবার রাতে রাজধানী উইন্ডহোকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নুজোমা। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বা। তিনি বলেন, নুজোমা গত তিন সপ্তাহ ধরে অসুস্থার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। শেষবার অসুস্থ হওয়ার পর তিনি আর সুস্থ হতে পারেননি। বর্তমান প্রেসিডেন্ট আরও বলেন, তিনি (নুজোমা) আমাদের নিজ পায়ে দাঁড়াতে এবং আমাদের পূর্বপুরুষদের এই বিশাল ভূখণ্ডের মালিক হতে অনুপ্রাণিত করেছিলেন।

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত নামিবিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন সদ্য প্রয়াত ওই নেতা।



আপনার মূল্যবান মতামত দিন: