যুদ্ধবিরতির মাঝেই পশ্চিম তীরে ইসরাইলি হামালায় নিহত ১০ ফিলিস্তিনি

মুনা নিউজ ডেস্ক | ২২ জানুয়ারী ২০২৫ ১৭:১৯

ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাণঘাতী অভিযানে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আজ বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। অন্যদিকে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর গত ২ দিনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মিলেছে শতাধিক লাশ।

সংবাদমাধ্যমটি বলছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত এবং আরও অনেক আহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা জানিয়েছেন, গাজায় ধ্বংসস্তূপের নিচে থেকে দুই দিনে ১২০টি পচা লাশ উদ্ধার করা হয়।

পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু বলছে, গত মঙ্গলবার উত্তর পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত ও আরও ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনীর বিশেষ ইউনিট জেনিন শরণার্থী শিবিরের বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় এবং ইসরায়েলি ড্রোন ওই এলাকার দুটি স্থানে বোমা বর্ষণ করে। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান নিশ্চিত করেছে, শরণার্থী শিবিরের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে।

একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, জেনিনে চলমান এই অভিযানের কোড-নাম আয়রন ওয়াল এবং এটি কয়েক দিন ধরে চলতে পারে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ও জেনিনে এই অপারেশনের কথা নিশ্চিত করেছে।

ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা কুদস ব্রিগেড নিশ্চিত করেছে, তাদের যোদ্ধারা জেনিনে ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়েছে এবং সৈন্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া ফিলিস্তিনি গোষ্ঠী হামাসও জেনিনে ইসরায়েলি হামলার মোকাবিলায় ফিলিস্তিনিদের পশ্চিম তীরে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে জাতিসংঘের মানবিক সংস্থা বলেছে, অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলো প্রসারিত হওয়ায় ফিলিস্তিনিদের চলাচলের স্বাধীনতা “ব্যাপকভাবে সীমিত” হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: