বদলে যাবে ভারতের তিন রাজ্যের আবহাওয়া

মুনা নিউজ ডেস্ক | ২০ জানুয়ারী ২০২৫ ০০:৫৮

ফাইল ছবি ফাইল ছবি

ঝোড়ো-হাওয়া-ঘন কুয়াশা-বৃষ্টির জেরে বদলে যেতে পারে ভারতের তিন রাজ্যের আবহাওয়া।দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী তিন-চারদিনেই শীতের আবহাওয়ার মেগা মোচড় দেশ জুড়ে। শীতল কনকনে বাতাসের জেরে মানুষের ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে নতুন পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও আবহাওয়ার পরিবর্তন হবে খুব দ্রুত।আবহাওয়া দফতরের মতে, ২২ এবং ২৩ জানুয়ারি উত্তর প্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর আগে ২১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা ঢাকবে বহু রাজ্য। দিনের বেলা অবশ্য আকাশ পরিষ্কার থাকবে। আগামী দিনে কুয়াশাও কমতে পারে।

দিল্লি-এনসিআরে হালকা কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। ২২ জানুয়ারি সারা দেশে কুয়াশা, বৃষ্টি, তুষারপাত ও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

জম্মু ও কাশ্মীর, লেহ লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের চারটি পার্বত্য রাজ্যে তুষারপাত অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর ভারতের সমতল রাজ্যের কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে এবং কিছু জায়গায় ঘন কুয়াশা দেখা যাচ্ছে।

কোথাও কোথাও দিনের বেলায় রোদের পাশাপাশি শীতল বাতাস বইছে। এর জেরে এই রাজ্যে তাপমাত্রা কমছে। হিমাচল প্রদেশে প্রবল তুষারপাতের কারণে জাতীয় সড়ক-৩, জাতীয় সড়ক-৩০৫ এবং অটল টানেল বন্ধ রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: