স্যাটেলাইট তথা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট সেবা দিচ্ছে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের স্টারলিঙ্ক। এবার পাকিস্তানে স্টারলিঙ্ক ইন্টারনেট চালুর পরিকল্পনার কথা জানা গেল। যা নিজেই নিশ্চিত করেছেন ইলন মাস্ক। জানিয়েছেন, স্টারলিঙ্ক এরই মধ্যে পাকিস্তানে ইন্টারনেট সেবা চালু করার জন্য আবেদন করেছে। এখন সরকারের অনুমোদনের জন্য অপেক্ষা করছে।
পাকিস্তানের একটি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
স্টারলিঙ্ক বিশ্বের প্রথম ও বৃহত্তম কৃত্রিম উপগ্রহনির্ভর নক্ষত্রমণ্ডল। সাধারণত বিশ্বের যেসব অঞ্চলে অপটিক্যাল ফাইবার পৌঁছানো দুঃসাধ্য, সেখানে খুব সহজেই পৌঁছে যেতে পারে স্যাটেলাইট ইন্টারনেট। এই পদ্ধতিতে দুর্গম এলাকায় ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার জন্য দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে স্টারলিঙ্ক। এটা ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্পেসএক্সের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
স্টারলিঙ্ক নেটওয়ার্ক স্ট্রিমিং, অনলাইন গেমিং, ভিডিও কলসহ নানা কাজের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করে। পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত বিভিন্ন স্যাটেলাইটের নেটওয়ার্ক ব্যবহার করে স্টারলিঙ্ক। স্টারলিঙ্ক স্যাটেলাইট স্পেসএক্সের মহাকাশযানে করে পাঠানো হয়। স্টারলিঙ্ক সারা বিশ্বের ব্যবহারকারীদের কাছে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে।
গত কয়েক বছর ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাজারে ঢোকার চেষ্টা করছে স্টারলিঙ্ক। পাকিস্তানে স্টারলিঙ্ক ইন্টারনেট চালুর বিষয়টি প্রথম সামনে আনেন পাকিস্তানি নাগরিক সানাম জামালি। ইলন মাস্কের গাড়ি নির্মাতা কোম্পানি টেসলায় মালিকানা রয়েছে সানামের। এখন পাকিস্তানে স্টারলিঙ্ক চালুর জন্য ‘মিডিয়া’ হিসেবে কাজ করছেন তিনি।
শনিবার নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে সানাম বলেন, স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা পাকিস্তানকে এক লাফে ভবিষ্যতে নিয়ে যেতে পারে যেখানে প্রতিটি নাগরিকের সংযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। কয়েক মিনিট পরই সেই পোস্টে প্রতিক্রিয়া জানান ইলন মাস্ক। বলেন, ‘আমরা এরই মধ্যে পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছি এবং এখন অনুমোদনের জন্য অপেক্ষা করছি।’
একটু পর মাস্ককে ট্যাগ করে দ্বিতীয় পোস্টে সানাম জামালি দাবি করেন যে, পাকিস্তান স্টারলিঙ্ককে অনুমোদন দিয়েছে। তিনি আরও বলেন, ‘এখনই দেশে রূপান্তরমূলক ইন্টারনেট পরিষেবা নিয়ে আসার উপযুক্ত সময়। স্টারলিঙ্ক সংযোগ, শিক্ষা ও সুযোগ করে দিতে পারে যার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে। অনুগ্রহ করে পাকিস্তানে স্টারলিঙ্কের লঞ্চ ত্বরান্বিত করুন।’
বাংলাদেশেও স্টারলিঙ্কের ইন্টারনেট আসছে। বাংলাদেশ আগামী এপ্রিল মাসে ঢাকায় একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে, যেখানে বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। তাদের মধ্যে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের নাম বিশেষভাবে আলোচিত হচ্ছে।
সরকারি সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের একটি দল ইতোমধ্যেই বিশ্বের খ্যাতিমান বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছে। ইলন মাস্কের সম্ভাব্য উপস্থিতি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে, যা এই সম্মেলনকে ঘিরে আকর্ষণ আরও বাড়িয়ে তুলছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু হতে পারে। তবে আসন্ন বিনিয়োগ সম্মেলনে ইলন মাস্কের উপস্থিতি সেই সময়সীমা ত্বরান্বিত করতে পারে বলে মনে করা হচ্ছে।
খবরে আরও বলা হয়েছে, স্টারলিঙ্ক এরই মধ্যে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর পরিকল্পনা করছে। বাংলাদেশে স্টারলিঙ্কের আগমন ঘটলে দেশের দুর্গম এলাকায় ইন্টারনেট সংযোগ আরও সহজ এবং কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: