রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন গত শুক্রবার। এই বৈঠকে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারের প্রস্তাব গৃহীত হয়েছে।
বার্তা সংস্থা কেসিএনএ জানায়, আন্দ্রেই বেলুসভের উত্তর কোরিয়া সফর দুই দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক অবদান রাখবে। দুই সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ, পারস্পরিক সহযোগিতা এবং সম্পর্কের উন্নয়ন ঘটবে।"
বেলুসভ বলেন, মস্কো-পিয়ংইয়ং সম্পর্ক সামরিক সহযোগিতাসহ সব ক্ষেত্রে সক্রিয়ভাবে সম্প্রসারিত হচ্ছে।',
অন্যদিকে কিম বলেছেন, যে তার দেশ ইউক্রেনে মস্কোর যুদ্ধকে অবিচ্ছিন্নভাবে সমর্থন করবে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সহায়তার জন্য রাশিয়ার পশ্চিমাঞ্চলে পিয়ংইয়ংয়ের সেনা মোতায়েন নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই সফর অনুষ্ঠিত হলো।
কেসিএনএ'র সঙ্গে একমত হয়ে কিম কিয়েভকে ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে দেয়ার পশ্চিমা শক্তিগুলোর সিদ্ধান্তকে 'সংঘাতে সরাসরি সামরিক হস্তক্ষেপ' হিসেবে বর্ণনা করে বলেন, আত্মরক্ষায় 'দৃঢ় পদক্ষেপ' নেওয়ার অধিকার রাশিয়ার রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: