জাতিসংঘের জলবায়ু সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোকে ৩০০ বিলিয়ন ডলার দেয়ার অঙ্গীকার করেছে ধনী দেশগুলো। জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি ও প্রতিরোধে সহায়তার জন্য এ সহায়তা দেয়া হবে। ২৪ নভেম্বর, রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, আজারবাইজানে এই সম্মেলনে জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় তহবিল নিয়ে সমঝোতার জন্য অতিরিক্ত ৩৩ ঘণ্টা সময় লেগেছে। শেষ পর্যন্ত লম্বা সময় আলোচনার পর দেশগুলো এ বিষয়ে একমত হয়েছেন। যদিও কয়েকটি দেশ এর প্রতিবাদ করেছে।
জাতিসংঘের জলবায়ু সংস্থার প্রধান সাইমন স্টেইল বলেছেন, “কঠিন হলেও আমরা চুক্তিটি করতে পেরেছি”। যদিও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার জন্য যে আহ্বান গত বছর করা হয়েছিল সে বিষয়ে এবারের সম্মেলনেও কোনো চুক্তি করা যায়নি।
এদিকে নতুন করে এবার যে অর্থের প্রতিশ্রুতি এসেছে সেটি আসবে সরকারি মঞ্জুরি ও ব্যাংক-ব্যবসার মতো বেসরকারি খাত থেকে। তবে দেশগুলোকে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে আরও সহায়তা করা দরকার। ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতির পাশাপাশি জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তত ১.৩ ট্রিলিয়ন ডলার দরকার বলেও দেশগুলো একমত হয়েছে।
প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তনের ফলে গোটা বিশ্বে সাম্প্রতিক বছরগুলোতে তাপপ্রবাহ দেখা গেছে। চলতি বছরও গরম আবহাওয়ার রেকর্ড হতে যাচ্ছে। পাশাপাশি নিয়মিতই দেখা গেছে দাবদাহ ও প্রাণঘাতী ঝড়। মূলত আবহাওয়ার খামখেয়ালি রূপ দেখা যাচ্ছে সর্বত্র। জলবায়ু পরিবর্তনের জন্য অধিকাংশ ক্ষেত্রেই উন্নত দেশগুলোর দায় দেখছেন বিশ্লেষকরা।
আপনার মূল্যবান মতামত দিন: