ব্রাজিলে সুপ্রিম কোর্টের সামনে বিস্ফোরণে নিহত ১

মুনা নিউজ ডেস্ক | ১৪ নভেম্বর ২০২৪ ২০:৩০

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ব্রাজিলের সুপ্রিম কোর্ট ভবনে প্রবেশের চেষ্টা করতে গিয়ে নিজের শরীরে বহনকারী বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন এক ব্যক্তি। রিও ডি জেনেইরোতে সম্মেলনে জি-২০ রাষ্ট্রপ্রধানরা অংশ নেয়ার পাঁচ দিন আগে এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় রাষ্ট্রীয় সফরে আসার আগে এ ঘটনায় দেশটিতে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি হয়েছে। খবর রয়টার্স।

গতকাল বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কোর্ট ভবনের কাছে একটি পার্কিং লটে প্রথম বিস্ফোরণ ঘটে। কয়েক সেকেন্ড পর কোর্টের সামনে হয় দ্বিতীয় বিস্ফোরণ হয়। সেখানে ওই ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়।

ফেডারেল ডিস্ট্রিক্টের ভাইস গভর্নর সেলিনা লেয়াও জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি সুপ্রিম কোর্টে প্রবেশের চেষ্টা করার পর বিস্ফোরক দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি বলেন, তার একটি গাড়ি ছিল, যেখানে আরেকটি বিস্ফোরণে ট্রাঙ্ক উড়ে গেছে।

লেয়াও আশা করেন যে, সন্দেহভাজন ব্যক্তি নিজেই বোমা হামলা করতে চেয়েছিলেন। তবে এ ব্যাপারে লেয়াও নিশ্চিত নন। পুলিশ জানিয়েছে, তারা মৃত ব্যক্তির চূড়ান্ত পরিচয় নিশ্চিত করতে পারেনি। কারণ, সেই ব্যক্তির দেহে অতিরিক্ত বিস্ফোরক থাকার ঝুঁকি রয়েছে।

ব্রাজিলের তিনটি ফেডারেল সরকারের প্রধান ভবনগুলোকে সংযোগকারী ব্রাসিলিয়ার একটি আইকনিক স্কয়ার প্লাজা অব দ্য থ্রি পাওয়ার্সে বিস্ফোরণগুলো ঘটেছে।

গত বছরের ৮ জানুয়ারি প্রাক্তন ব্রাজিলের প্রাক্তন জাইর বলসোনারোর সমর্থকরা তার নির্বাচনে পরাজিত হওয়ার প্রতিবাদে ভবনগুলো ভাঙচুর করেছিল।

ব্রাজিলের রাজধানীর কেন্দ্রে অবস্থিত স্কয়ারে বিস্ফোরণ তদন্তের জন্য একটি বিস্ফোরক নিষ্ক্রিয়করণ রোবট নিয়ে বিশেষায়িত দল মোতায়েন করেছে পুলিশ।

বিস্ফোরণের সময় একটি প্লেনারি অধিবেশন শেষ করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেয়া হয়েছিল বলে কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে।

বিস্ফোরণের কিছু সময় আগেই প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা কার্যনির্বাহী প্রাসাদ ছেড়ে যান।



আপনার মূল্যবান মতামত দিন: