ফিলিস্তিনে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ৩০ অক্টোবর, বুধবার দেশটির রাজধানী রিয়াদে দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য গ্লোবাল অ্যালায়েন্সের উচ্চ-স্তরের বৈঠকে তিনি এ দাবি করেন।
এ সময় গাজায় ত্রাণ সরবরাহের জন্য নিরাপদ মানবিক করিডোর প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে যুবরাজ ফয়সাল বলেন, ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করার লক্ষ্যে গণহত্যা চালানো হচ্ছে। এই অভিযান সৌদি আরব প্রত্যাখ্যান করে। উপত্যকায় মানবিক পরিস্থিতি এখন 'বিপর্যয়কর" হিসাবে বর্ণনা করে উত্তর গাজার অবরোধের নিন্দাও করেন তিনি।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলি অবরোধের কারণে গাজার পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের বিপরীতে এখন আর আন্তর্জাতিক 'নিন্দা' যথেষ্ট নয়।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি সৌদির সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, এই অঞ্চলে শান্তি অর্জনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিতভাবে কাজ করার সময় এসেছে।
আপনার মূল্যবান মতামত দিন: