দক্ষিণ আফ্রিকার মূল্যবান মিত্র রাশিয়া: পুতিনকে রামাফোসা

মুনা নিউজ ডেস্ক | ২২ অক্টোবর ২০২৪ ২২:০১

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি


দক্ষিণ আফ্রিকা রাশিয়াকে মূল্যবান মিত্র হিসেবে দেখে। ২২ অক্টোবর, মঙ্গলবার রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এমনটাই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার কাজান শহরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনের আগের দিন এই বৈঠকটি হয়।

রামাফোসা বলেন, আমরা রাশিয়াকে মূল্যবান মিত্র হিসেবে দেখি। একজন মূল্যবান বন্ধু হিসেবে, যে আমাদের শুরু থেকেই সমর্থন করে আসছে। বিশেষ করে বর্ণবৈষম্যবিরোধী সংগ্রামের দিনগুলো থেকে।

দক্ষিণ আফ্রিকার সরকারি বার্তা সংস্থার শেয়ার করা দুই নেতার বৈঠকের একটি ভিডিও ক্লিপ থেকে এই মন্তব্যের উদ্ধৃতি দেওয়া হয়েছে।

রামাফোসা আরও বলেন, আমরা কাজানে ব্রিকস পরিবারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি।

এই বৈঠক ও আসন্ন শীর্ষ সম্মেলন ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন নিয়ে গঠিত হয়েছিল ব্রিকস। সম্প্রতি এতে দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত যোগ দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: