মহারাষ্ট্রে বোটের আগে মাদ্রাসা শিক্ষকদের বেতন ৩ গুণ বৃদ্ধি

মুনা নিউজ ডেস্ক | ১২ অক্টোবর ২০২৪ ২০:২৩

ফাইল ছবি ফাইল ছবি

ভারতের মহারাষ্ট্রে সংখ্যালঘু তহবিলে অর্থের পরিমাণ বাড়ানোর সাথে মাদ্রাসা শিক্ষকদের বেতন তিনগুণ বাড়িয়েছে রাজ্য সরকার। সামনে নির্বাচন, তার আগে সংখ্যালঘু মুসলমানদের কল্যাণে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চলতি বছরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এখনও তপসিল ঘোষণা করা হয়নি। এর আগেই সমাজসেবা করে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো। পাশাপাশি রাজ্য সরকারও সংখ্যালঘুদের প্রতি নমনীয়। তারই নজির হিসেবে এ বেতন বৃদ্ধিকে দেখা হচ্ছে।

১০ অক্টোবর বৃহস্পতিবার কেবিনেট বৈঠকে পাস হওয়া সিদ্ধান্ত অনুযায়ী, মাদ্রাসার ডিএড প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের বেতন ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা। বিএড ও বিএসসি বিএড প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের বেতন ৮ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হয়েছে। পাশাপাশি, নন ক্রিমি লেয়ার আয়ের সীমা ৮ লাখ থেকে বাড়িয়ে ১৫ লাখ করা হয়েছে।

এ ছাড়া আদিবাসী উন্নয়নের লক্ষ্যে শবরী ট্রাইবাল ফিনান্স করপোরেশনে আর্থিক অনুদানের পরিমাণ ৫০ লাখ থেকে বাড়িয়ে ১০০ কোটি করা হয়েছে। পাশাপাশি সংখ্যালঘু উন্নয়নে আর্থিক বরাদ্দের পরিমাণ ৭০০ কোটি থেকে বাড়িয়ে ১০০০ কোটি করা হয়েছে।

এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সুবিধাভোগীরা। অপরদিকে বিপক্ষ গোষ্ঠী সমালোচনামুখর।



আপনার মূল্যবান মতামত দিন: