হিজবুত তাহরীরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ভারত

মুনা নিউজ ডেস্ক | ১১ অক্টোবর ২০২৪ ১৭:৪৫

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিজবুত তাহরীরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। ১০ অক্টোবর, বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে এই ঘোষণা দিয়েছেন।

অমিত শাহ বলেছেন, ‘সন্ত্রাসবাদের প্রতি নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি অনুসরণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১০ অক্টোবর বৃহস্পতিবার হিজবুত তাহরীরকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে।'

তিনি আরও বলেছেন, ‘এই সংগঠনটি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এগুলোর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদী এই সংগঠনে যোগ দেওয়ার জন্য নির্দোষ যুবকদের উগ্রবাদী করা এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য তহবিল সংগ্রহ করা। এগুলো ভারতের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। মোদি সরকার এই সন্ত্রাসবাদী শক্তির সঙ্গে কঠোরভাবে মোকাবেলা করে ভারতকে সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।'

এদিকে আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হিজবুত তাহরীর নামের সংগঠনটি আইএসের মতো সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে নির্দোষ যুবকদের উগ্রবাদী করার কাজে জড়িত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'হিজবুত তাহরীর এমন একটি সংগঠন যার লক্ষ্য দেশের নাগরিকদের দিয়ে জিহাদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলোকে উৎখাত করা। এরপর ভারতসহ বিশ্বব্যাপী ইসলামিক স্টেট এবং খিলাফত প্রতিষ্ঠা করা। এটি গণতান্ত্রিক ব্যবস্থা এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি মারাত্মক হুমকি।'

উল্লেখ্য, হিজবুত তাহরীর একটি আন্তর্জাতিক ইসলামী রাজনৈতিক সংগঠন। এটি ১৯৫৩ সালে জেরুজালেমে গঠিত হয়। বিশ্বজুড়ে এই সংগঠনের বিভিন্ন শাখা রয়েছে। মূলত ইসলামী খিলাফত পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করা এবং শরিয়া আইনের বাস্তবায়ন করাই এই সংগঠনের লক্ষ্য।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস



আপনার মূল্যবান মতামত দিন: