ইমরান খানের নির্দেশ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা পিটিআইয়ের

মুনা নিউজ ডেস্ক | ৬ অক্টোবর ২০২৪ ০৮:১৯

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বাঁধা পেরিয়ে পিটিআইয়ের অনেক নেতাকর্মী ইসলামাবাদে পৌঁছেছেন। এ অবস্থায় দলের প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানের কাছ থেকে চলে যাওয়ার নির্দেশনা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান তেহেরিক-ই ইনসাফ (পিটিআই)। খবর ডন।

এদিকে খাইবার পাকতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর কর্মীদের ছেড়ে ইসলামাবাদ থেকে চলে যাওয়ার সিদ্ধান্তে অনেকে আশ্চর্য হয়েছেন।

পিটিআইয়ের রাজনৈতিক কমিটি হুঁশিয়ারি দিয়েছে বলেছে, যদি মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুরকে গ্রেপ্তার করা হয়। তাহলে এর প্রতিক্রিয়া হবে ভয়াবহ।

এদিকে ইমরান খানের দলের রাজনৈতিক কমিটি জানিয়েছে, যদি খাইবার পাকতুনখাওয়ার মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়, তাহলে আন্দোলনে নেতৃত্ব দেয়ার জন্য আজম সাওয়াতি দায়িত্ব দেয়া হয়েছে। তাকেও গ্রেপ্তার করা হলে নতুন কারো নাম ঘোষণা করা হবে।

দেশটির সাবেক সংসদ স্পিকার এবং পিটিআইয়ের সিনিয়র নেতা আসাদ কায়সার ডনকে বলেন, বিক্ষোভ বন্ধে ইমরান খানের পক্ষ থেকে কোনো নির্দেশ না পাওয়া পর্যন্ত পিটিআইয়ের রাজনৈতিক কিমিটি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: