মেক্সিকোতে অভিবাসীদের ট্রাকে সেনাদের গুলি, নিহত ৬

মুনা নিউজ ডেস্ক | ৩ অক্টোবর ২০২৪ ০৫:৩৩

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

মেক্সিকোতে অভিবাসীদের বহনকারী একটি ট্রাকে সেনাবাহিনী গুলি চালালে ছয়জন নিহত হয়েছেন। ০২ অক্টোবর, বুধবার দেশটির সামরিক বাহিনী জানায়, গত ০১ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসের হুইক্সতলা শহরের কাছে এই ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ১ অক্টোবর দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসের হুইক্সতলা শহরের কাছে এই ঘটনা ঘটেছে। গুলির ঘটনার পর ট্রাকে ৩৩ জন অভিবাসীকে শনাক্ত করেন সেনারা। তাদের মধ্যে মিসরীয়, নেপালি, কিউবান, ভারতীয়, পাকিস্তানি ও আরব দেশের নাগরিক রয়েছেন।

এতে আরও বলা হয়, গুলিবিদ্ধ হয়ে ট্রাকে চার জন মারা যান। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আরও দুইজন মারা গেছেন। এ ছাড়া গুলিবর্ষণে ১৭ অভিবাসী আহত হয়েছেন। তবে নিহতরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, গুলি চালানো দুই সেনাকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। এই ঘটনায় দায়েরকৃত মামলাটি ফেডারেল প্রসিকিউটরদের পাশাপাশি সেনাবাহিনীর নিজস্ব ট্রাইব্যুনাল দেখভাল করছে।

এ ছাড়া ভুক্তভোগীদের দেশের দূতাবাসের সঙ্গে সমন্বয় করতে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করে এমন সংস্থাগুলো বলছে, মেক্সিকান আইন প্রয়োগকারী ও অপরাধী গোষ্ঠীগুলির হাতে অভিবাসীদের সহিংসতা ও অপব্যবহারের শিকার হওয়ার বিষয় খুবই সাধারণ।



আপনার মূল্যবান মতামত দিন: