অস্ট্রেলিয়ায় প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রতিবাদ ও সংঘর্ষ

মুনা নিউজ ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৬

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ ও বিক্ষোভকারীদের অনেকে আহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে বিক্ষোভকারীদের ৩৯ জনকে।

আজ বুধবার এ ঘটনা ঘটে।

যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর, বোতল ও ময়লা ছুঁড়ে মারে। কেউ কেউ এমনকি থুতুও দেয়। প্রদর্শনীতে অংশগ্রহণকারীর গায়ে তারা লাল তরল ছুঁড়ে মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ স্পঞ্জ গ্রেনেড, ফ্ল্যাশ-ব্যাং ডিভাইস ও স্প্রে ব্যবহার করে।

ভিক্টোরিয়া পুলিশের প্রধান কমিশনার শেন প্যাটন জানান, বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়েছে এবং যানবাহন চলাচল ব্যাহত করেছে।

সংঘর্ষে আহত হওয়ায় ২৪ জন পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছে বলে জানান তিনি।

এক হাজার বিক্ষোভকারী প্রদর্শনীতে জড়ো হয়েছিল এবং তাদের অনেকে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছিল।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়ে পুলিশকে সম্মান জানানোর কথা বলেছেন।

এই ইভেন্টে ৩১টি দেশের এক হাজার প্রদর্শকের উপস্থিত হওয়ার কথা, যা চলবে শুক্রবার পর্যন্ত।



আপনার মূল্যবান মতামত দিন: