১৩ বছর পর ঝটিকা সফরে চেচনিয়ায় পুতিন

মুনা নিউজ ডেস্ক | ২১ আগস্ট ২০২৪ ০৬:৪৩

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভের সঙ্গে দেশটির সেনা ও স্বেচ্ছাসেবকদের যুদ্ধপ্রস্ততি পরিদর্শন করেছেন। রমজান কাদিরভের যোদ্ধারা ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। ২০ আগস্ট, মঙ্গলবার পূর্ব ঘোষণা ছাড়াই ১৩ বছরে প্রথমবার দেশটিতে সফর করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এটি ছিল পুতিনের গত ১৩ বছরে উত্তর ককেশাসের এই মুসলিমপ্রধান প্রজাতন্ত্রে প্রথম সফর। সফরটি পূর্ব ঘোষণা ছাড়াই অনুষ্ঠিত হয়। এমন সময় এই সফর যখন মস্কো কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করছে।

চেচনিয়ার গুডারমেসে অবস্থিত রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটিতে প্রশিক্ষণরত যোদ্ধাদের উদ্দেশে পুতিন বলেন, ‘যতদিন তোমাদের মতো সাহসী পুরুষ রয়েছে, আমরা সম্পূর্ণ অপরাজেয়।’

তিনি আরও বলেন, ‘গণনায় গোলাগুলি করা এক জিনিস, কিন্তু জীবনের ঝুঁকি নেওয়া অন্য। তোমাদের মাতৃভূমির প্রতিরক্ষায় সাহসিকতা ও অভ্যন্তরীণ তাগিদ রয়েছে।’

চেচেন নেতা কাদিরভ জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চেচনিয়া ইউক্রেনের বিরুদ্ধে ৪৭,০০০ সেনা পাঠিয়েছে, যার মধ্যে ১৯,০০০ জন স্বেচ্ছাসেবক। কাদিরভ পুতিনকে নিজের ‘পদাতিক সৈনিক’ হিসেবে বর্ণনা করেন। আর পুতিন বলেন, ‘আমার যদি এমন আরও সৈনিক থাকতো তবে আমি খুব খুশি হতাম, কিন্তু একজন এমন সৈনিকও অনেক মূল্যবান।’

চেচনিয়া সফরের আগে পুতিন ১৬ বছর পর উত্তর ওসেটিয়ার বেসলান শহর পরিদর্শন করেন। সেখানে ২০০৪ সালের স্কুল সন্ত্রাসী হামলায় ১৩৬ শিশুসহ ৩৩০ জন নিহত হয়েছিল। পুতিন নিহত শিশুদের মায়েদের সাথে সাক্ষাৎ করে বলেন, ‘এই ট্র্যাজেডি রাশিয়ার ইতিহাসে একটি অনিরাময়যোগ্য ক্ষত হিসেবে থাকবে।’

পুতিন আরও উল্লেখ করেন, আজও যারা দেশকে অস্থিতিশীল করতে চায় রাশিয়া সেসব শত্রুদের মোকাবেলা করছে । তিনি বলেন, ‘ আমরা যেমন সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছি, তেমনি কুরস্ক ও দোনবাসের অপরাধীদেরও শাস্তি নিশ্চিত করব।

 



আপনার মূল্যবান মতামত দিন: