প্রথমবারের মতো ফিলিপাইন-ভিয়েতনাম যৌথ মহড়া

মুনা নিউজ ডেস্ক | ৫ আগস্ট ২০২৪ ২০:৪৭

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

চলতি সপ্তাহে ম্যানিলা উপসাগরে প্রথমবারের মতো উপকূলরক্ষী বাহিনীর মধ্যে যৌথ মহড়া শুরু করবে ফিলিপাইন ও ভিয়েতনাম। এ উপলক্ষে ৫ আগস্ট, সোমবার ভিয়েতনামের জাহাজ-সিএসবি ৮০০২  ম্যানিলা বন্দরে পৌঁছেছে। আগামী ৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া মহড়াটি উভয় দেশের সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফিলিপাইন উপকূলরক্ষী বাহিনীর (পিসিজি) কর্মকর্তারা জানিয়েছে, মহড়ায় অংশ নেবে তাদের ৮৩-মিটার অফশোর টহল জাহাজ।

পিসিজির মুখপাত্র আরমান্দো বালিলো বলেছেন, এই অঞ্চলে এ ধরনের মহড়া চীনের দখলদারিত্বপূর্ণ মনোভাব কমাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানুয়ারিতে ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের হ্যানয় সফরের সময়, ম্যানিলা এবং ভিয়েতনাম তাদের উপকূলরক্ষীদের মধ্যে সহযোগিতা বাড়াতে এবং দক্ষিণ চীন সাগরে অপ্রীতিকর ঘটনা রোধ করতে দুইটি চুক্তি স্বাক্ষর করেন।

এই চুক্তির অংশ হিসেবে মহড়াটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: