মালিতে বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪০

মুনা নিউজ ডেস্ক | ৩ জুলাই ২০২৪ ১৬:২১

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

আফ্রিকার দেশ মালিতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে অন্তত ৪০ জন নিহত হয়েছে। দেশটির ব্যাঙ্কাস অঞ্চলের ডিজিগুইবোম্বো গ্রামের একটি বিয়েবাড়ি ঘিরে সোমবার এ হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। খবর রয়টার্সের।

২ জুলাই মঙ্গলবার দেশটির কর্মকর্তারা জানান, বিদ্রোহে জর্জরিত মালির মধ্যাঞ্চলীয় মপতি এলাকার একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে সশস্ত্র ব্যক্তিরা হামলা চালায়। এতে অতিথিসহ প্রায় ৪০ জন নিহত হয়েছেন।

ব্যাঙ্কাসের মেয়র মৌলেয়ে গুইন্দো বলেন, গ্রামটিতে ভয়ানক হামলা ঘটেছে। সশস্ত্র সন্ত্রাসীরা গ্রামটি ঘিরে ফেলে এবং লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি করতে শুরু করে।

তিনি বলেন, সন্ত্রাসীরা যখন গ্রামটি ঘিরে ফেলে তখন সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল।

মেয়র আরও বলেন, এটি একটি গণহত্যা। হামলার সময় কিছু লোক পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু অসংখ্য লোককে হত্যা করা হয়েছে, নিহতদের বেশিরভাগই পুরুষ।

তবে কারা এই হামলার সঙ্গে জড়িত তা শনাক্ত করতে পারেননি মালির কর্মকর্তারা। কোনো গোষ্ঠী এখনও এ হামলার দায় স্বীকার করেনি।

মূলত মালির উত্তর ও মধ্যাঞ্চলে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল কায়েদা এবং ইসলামিক স্টেট সংশ্লিষ্ট সন্ত্রাসীরা ১০ বছরের বেশি সময় ধরে তৎপর রয়েছে।

যদিও দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নিয়োজিত রয়েছে, তারপরও এমন হত্যাকাণ্ড ঠেকানো যাচ্ছে না।



আপনার মূল্যবান মতামত দিন: