পুরো বিশ্বকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছেন নেতানিয়াহু : এরদোয়ান

মুনা নিউজ ডেস্ক | ৩ জুন ২০২৪ ০৫:২৯

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু এই অঞ্চল এবং সমগ্র বিশ্বকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাকে ফিলিস্তিনের বিরুদ্ধে তার দীর্ঘস্থায়ী প্রচারণা এবং আঞ্চলিক অস্থিরতার বীজ বপন করা থেকে বিরত রাখতে হবে। ২ জুন, রোববার রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির একটি সভায় এ কথা বলেছেন তিনি।

এরদোয়ান বলেছেন, ‘নেতানিয়াহু নামের এই বর্বর, গুণ্ডা এবং রক্তপিপাসু লোভী, যে আমাদের অঞ্চল এবং সমগ্র বিশ্বকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তাকে থামাতে হবে।'

দশকের পর দশক ধরে ইসরায়েল রাষ্ট্র কীভাবে ফিলিস্তিনিদের হত্যা করে চলেছে তার উল্লেখ করেছেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি ইসরায়েলি বাহিনীর দ্বারা ফিলিস্তিনি শিশুদের নির্মমভাবে হত্যার নিন্দা জানান।

তিনি বলেছেন, গাজায় ইসরায়েলি বর্বরতা বাকি বিশ্ব যেন উপলব্ধি করতে পারে তা নিশ্চিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আঙ্কারা।

এরদোয়ান বলেছেন, ‘৭৬ বছর ধরে ফিলিস্তিনিদের ওপর চলমান নিপীড়ন, গণহত্যা ও অবিচারের বিরুদ্ধে প্রতিটি প্ল্যাটফর্মে আপত্তি জানিয়ে এসেছে তুরস্ক। আমরা আমাদের সকল অবস্থায় ফিলিস্তিনি জনগণের পাশে আছি।'

৩১ মে, শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য একটি প্রস্তাব পেশ করেছেন। এই প্রস্তাবের বিষয়ে এরদোয়ান বলেছেন, 'প্রেসিডেন্ট বাইডেনের সর্বশেষ প্রস্তাবের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে হামাস। অথচ নেতানিয়াহুর প্রতিক্রিয়া রক্তপাত, দখলদারিত্ব এবং গণহত্যা নীতির তীব্রতা বৃদ্ধি করেছে।'

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রায় ৮ মাস ধরে চলা এই যুদ্ধে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৮২ হাজারের বেশি আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু ছিল।

 

সূত্র: আনাদোলু এজেন্সি



আপনার মূল্যবান মতামত দিন: