আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৩০০ মৃত্যু

মুনা নিউজ ডেস্ক | ১১ মে ২০২৪ ২৩:১০

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

আফগানিস্তানের কয়েক প্রদেশে আকস্মিক বন্যায় তিনশ' জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ১১ মে শনিবার এই তথ্য দেয় সংস্থাটি। এই ঘটনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

১০ মে, শুক্রবার ভারী বৃষ্টির কারণে আফগানিস্তানের অনেক নদী ফুলে ওঠে। এর ফলে তলিয়ে যায় অনেক গ্রাম ও কৃষি জমি।
শনিবার বিধ্বস্ত বাড়িঘর থেকে অনেককে উদ্ধার করা হয়। সরকারি বেসরকারি বেশ কয়েকটি সংস্থা উদ্ধার কাজ করছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঘান প্রদেশ। এই প্রদেশটিতেই এককভাবে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএফপি। হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের সংস্থাটির আফগানিস্তানের যোগাযোগ কর্মকর্তা রানা দেরাজ জানিয়েছেন, তাদের পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী ৩১১ জন মারা গেছেন বাঘান প্রদেশে। ২ হাজারের বেশি ঘর ধ্বংস হয়েছে। আরো ২৮শ’ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।


সূত্র: গালফ নিউজ



আপনার মূল্যবান মতামত দিন: