ফিলিস্তিন সমর্থনকারী পোস্টে ‘লাইক’ দেওয়ায় ভারতে স্কুলশিক্ষককে বরখাস্ত

মুনা নিউজ ডেস্ক | ৮ মে ২০২৪ ১৯:০০

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনের পক্ষের একটি পোস্টে ‘লাইক’ দেওয়ায় ভারতের মুম্বাইয়ের সোমাইয়া স্কুলের অধ্যক্ষকে বরখাস্ত করা হয়েছে। মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে অবস্থিত স্কুলটির সেই অধ্যক্ষের নাম পারভিন শেখ বলে জানা যায়। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির দায়িত্বশীল পদে রয়েছেন।

তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হামাসপন্থী’, ‘ইসলামপন্থী’ ও ‘হিন্দুত্ববিরোধী’ লেখার প্রতি সমর্থন জানিয়েছেন।

সোমাইয়া স্কুল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, সামাজিক মাধ্যমে পারভিন শেখের কর্মকাণ্ড ‘স্পষ্টভাবে আমাদের লালিত মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ’ নয়। সুতরাং ‘গভীর উদ্বেগ’ ও ‘সতর্ক বিবেচনার’ পর তাঁকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পারভিন শেখ ১২ বছর ধরে সোমাইয়া স্কুলে চাকরি করছেন। সাত বছর আগে তিনি স্কুলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন।

লিংকডইনে পারভিনের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ৩০ বছর ধরে শিক্ষকতা করছেন। কোচিং, মেন্টরিং, শিক্ষকদের কর্মজীবন-পূর্ব ও কর্মজীবনে পেশাগত উন্নয়নের ক্ষেত্রে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে।

পাঠক্রম ও কার্যকর শ্রেণিকক্ষ সাজানোর ক্ষেত্রেও পারভিনের বিশেষ দক্ষতা রয়েছে। শিক্ষা ছাড়াও পারভিন শিক্ষাপ্রতিষ্ঠানের নিরীক্ষার সঙ্গে জড়িত।



আপনার মূল্যবান মতামত দিন: