গাজায় বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়েছে ১০ হাজারের বেশি লাশ

মুনা নিউজ ডেস্ক | ৩০ এপ্রিল ২০২৪ ১৭:৪৪

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

গাজায় বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়েছে ১০ হাজারের বেশি লাশ। ৩০ এপ্রিল, মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসনে বিধ্বস্ত হয়েছে গাজার শত শত ভবন। এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। তাদের লাশ থেকে নানা ধরণের রোগ ও মহামারি বিস্তার হতে শুরু করেছে। বিশেষ করে গ্রীষ্মের শুরু এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে পঁচনের প্রতিক্রিয়া দ্রুত বিস্তার লাভ করছে।

এদিকে, টেরিটরির সিভিল ডিফেন্স এজেন্সির এক এক্সবার্তায় জানিয়েছে, চলমান যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৪ হাজার ৫৩৫ জনে গিয়ে দাঁড়িয়েছে।

 

সূত্র : আল জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: