৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

মুনা নিউজ ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৪ ১১:৫২

গ্রাফিক্স গ্রাফিক্স

ভূমিকম্পে কাঁপল জাপান। দেশটিতে শনিবার (২৭ এপ্রিল) ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এক আন্তর্জাতিক বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, জাপানের বোনিন দ্বীপপুঞ্জে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার এ ভূমিকম্প অনুভূত হয়।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫০৩ দশমিক ২ কিলোমিটার গভীরে।

যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের ফলে সেখানে সুনামির কোনো আশঙ্কা নেই।

ভূমিকেম্পর খবর জানালেও প্রতিবেদনে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে গত ৩ ডিসেম্বর ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ৪০ সেন্টিমিটার (এক দশমিক ৩ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানে। দেশটির রাজধানী টোকিও থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণে হাচিজোজিমা দ্বীপে এই সুনামি আঘাত হেনেছিল।

ওই সময়ে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। অন্যদিকে ফিলিপাইনি সংস্থা জানিয়েছিল, এটির তীব্রতা ছিল ৬ দশমিক ৯।



আপনার মূল্যবান মতামত দিন: