হামাসের সাথে এরদোগানের আলোচনা বৈঠক

মুনা নিউজ ডেস্ক | ২২ এপ্রিল ২০২৪ ১৪:২৫

হামাস প্রধান ইসমাইল হানিয়া ও তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান : সংগৃহীত ছবি হামাস প্রধান ইসমাইল হানিয়া ও তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান : সংগৃহীত ছবি

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে শনিবার আলোচনা হয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের। এসময় ফিলিস্তিনি ঐক্যের ওপর বিশেষ জোর দেন এরদোগান।

ইস্তাম্বুলের দোলমাবাচ অফিসে হামাস পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার নেতৃত্বাধীন হামাস প্রতিনিধিদলের সাথে এই বৈঠকে তুরস্কের একটি দলও উপস্থিত ছিল। বৈঠকটি হয় রুদ্ধদ্বারভাবে।

দু'পক্ষের মধ্যে আলোচনায় গাজা ও ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি হামলা, গাজায় পর্যাপ্ত এবং বাধাহীন মানবিক সহায়তা সরবরাহ করা এবং এই অঞ্চলে সুষ্ঠু ও টেকসই শান্তি নিয়ে আলোচনা করা হয়।

প্রেসিডেন্ট এরদোগান বলেন, ঐক্য হলো ফিলিস্তিনিদের জন্য অতিগুরুত্বপূর্ণ বিষয়। এটি হবে ইসরাইলের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী জবাব। তিনি বলেন, ইসরাইল এবং এর মিথ্যা প্রপাগান্ডার বিরুদ্ধে বৈশ্বিক সমাজের কাছে ফিলিস্তিনি জনগণ এবং তাদের ন্যায়সঙ্গত অধিকারগুলো তুলে ধরতে হবে আরো বেশি করে।

এরদোগান কঠোরভাবে ইসরাইলের সমালোচনা করেন। তিনি ৭ অক্টোবর থেকে গাজায় 'হত্যাযজ্ঞ' চালানোর জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন।

এরদোগানের মন্তব্যকে স্বাগত জানান হামাসের নেতারা।

সূত্র : ডেইলি সাবাহ



আপনার মূল্যবান মতামত দিন: