অস্ট্রেলিয়ার সিডনিতে আবারও ছুরি দিয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় আজ সোমবার সন্ধ্যায় সিডনির ওয়াকলি এলাকার একটি গির্জায় প্রার্থনা চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এতে গির্জার বিশপসহ কয়েকজন আহত হয়েছেন।
গত শনিবার সিডনির বন্ডাই সমুদ্রসৈকতের কাছে ওয়েস্টফিল্ড বন্ডাই শপিং সেন্টারে একই রকম হামলায় হামলাকারীসহ সাতজন নিহত হন।
সিডনির শহরতলি ওয়েকলির ‘খ্রিষ্ট দ্য গুড শেফার্ড চার্চ’ গির্জায় আজ সন্ধ্যা সাতটার দিকে হামলার ঘটনা ঘটে। গির্জায় স্বাভাবিক সময়ের মতো বিশপ মার মারি ইমানুয়েল প্রার্থনা পরিচালনা করছিলেন। এ সময় এক ব্যক্তি তাঁর দিকে স্বাভাবিকভাবে হেঁটে তাঁর দিকে এগিয়ে যান। হঠাৎ পকেট থেকে ছুরি বের করে এলোপাতাড়িভাবে তাঁকে কোপাতে থাকেন। এ সময় সেখানে উপস্থিতি চারজন প্রার্থনাকারী হামলা ঠেকাতে গিয়ে জখম হন। ছুরিকাঘাতের শিকার বিশপকে হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে। তবে তাঁর পরিচয় ও অন্যান্য তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ হামলার ভিডিও দৃশ্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, এক ব্যক্তি স্বাভাবিকভাবে এগিয়ে গিয়ে বিশপকে হঠাৎ আক্রমণ করেন।
এদিকে পুলিশ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, আহত কারও প্রাণহানির শঙ্কা নেই।
আপনার মূল্যবান মতামত দিন: