শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পাপুয়া নিউগিনি

মুনা নিউজ ডেস্ক | ১৫ এপ্রিল ২০২৪ ১১:৪২

গ্রাফিক্স গ্রাফিক্স

পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ওই ভূমিকম্প থেকে সুনামি আঘাত হানার কোনো ঝুঁকি নেই। 

ভূতাত্ত্বিক জরিপ সংস্থাটি আরও জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৬টা ৫৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল নিউ ব্রিটেনের কিম্বে দ্বীপ থেকে প্রায় ১১০ কিলোমিটার (৬৮ মাইল) পূর্ব-দক্ষিণপূর্বাঞ্চলে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৬৪ কিলোমিটার।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটি থেকে সুনামি আঘাত হানার কোনো হুমকি নেই। এছাড়া এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি।

এর আগে গত মাসে ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ওই অঞ্চল কেঁপে ওঠে। এতে কমপক্ষে পাঁচজন নিহত হয় এবং আরও প্রায় এক হাজার বাড়ি-ঘর ধ্বংস হয়।



আপনার মূল্যবান মতামত দিন: