নিরাপত্তা পরিষদ সংস্কারের সময় এসেছে : জাতিসংঘ

মুনা নিউজ ডেস্ক | ২২ মে ২০২৩ ২০:৪৮

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি


নিরাপত্তা পরিষদ সংস্কারের সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

২১ মে, রোববার জাপানের হিরোশিমায় জি-৭ জোটের শীর্ষ সম্মেলনের শেষ দিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, আজকের বিশ্ব বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে নিরাপত্তা পরিষদ ও ব্রেটন উডস ব্যবস্থা উভয়েরই সংস্কারের সময় এসেছে।

উভয় প্রতিষ্ঠানই ১৯৪৫ সালের সঙ্গে সংশ্লিষ্ট শক্তির সম্পর্ক প্রতিফলিত করে এবং এখন তা হালনাগাদ করা দরকার। খবর রয়টার্সের।

তিনি আরও বলেন, বৈশ্বিক আর্থিক কাঠামো পুরোনো, অকার্যকর এবং অন্যায্য হয়ে উঠেছে। কোভিড-১৯ মহামারি এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে সৃষ্ট অর্থনৈতিক ধাক্কার মুখে উভয় ব্যবস্থা বিশ্বজুড়ে সুরক্ষা জাল হিসাবে তার মূল কাজটি করতে ব্যর্থ হয়েছে। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান ভাবনা রয়েছে যে, পুরোনো প্রতিষ্ঠানগুলোর সংস্কার বা গ্লোবাল সাউথের ‘হতাশা দূর করা’র জন্য ওই দুই ব্যবস্থা যথেষ্ট কাজ করছে না।

আইএমএফের তথ্য অনুযায়ী, গত ৩০ বছরে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর অর্থনৈতিক প্রভাবও সঙ্কুচিত হয়েছে। ১৯৮০ সালে এই জোটের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫০ দশমিক ৭ শতাংশ হলেও ২০২৩ সালে তা ২৯ দশমিক ৯ শতাংশ হয়েছে।

 

সূত্র : রয়টার্স।

 



আপনার মূল্যবান মতামত দিন: