জাপানে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

মুনা নিউজ ডেস্ক | ৮ এপ্রিল ২০২৪ ০৭:৪৪

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

জাপানে ফের আঘাত হানলো শক্তিশালী ভূমিকম্প। এবার দেশটির দক্ষিণ-পশ্চিমের মিয়াজাকি অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ৮ এপ্রিল, সোমবার স্থানীয় সময় সকাল ১০ টা ২৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৪ মাইল)।

এর আগে গত ৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে জাপানের হোনশু শহরের পূর্ব উপকূলে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

তার আগে নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি জাপানের উত্তর-উত্তরপূর্বের ইশিকাওয়া প্রদেশের নোটো উপদ্বীপের সুজু এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের ফলে সমুদ্রে সুনামি তথা বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয় এবং এতে উপকূলের বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। এই ভূমিকম্পে প্রায় আড়াইশ’ মানুষের মৃত্যু হয়। আহত হয় আরও প্রায় ১ হাজার ২৯৭ জন।



আপনার মূল্যবান মতামত দিন: