মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তরুণীর ইসলাম গ্রহণ, জানাজায় মানুষের ঢল

মুনা নিউজ ডেস্ক | ৩০ মার্চ ২০২৪ ২২:৩৭

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ইসলাম ধর্ম গ্রহণের কয়েক ঘণ্টা পর ইউক্রেনের এক তরুণীর মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় ওই তরুণী রোজাদার ছিলেন। পরে তার জানাজায় মানুষের ঢল নামে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এ ঘটনা ঘটে।

দারিয়া কোতসারেঙ্কোর (২৯) নামে ওই তরুণী দুবাইয়ে একা থাকতেন। সেখানে তার কোনো স্বজন ছিলেন না। একটি চাকরি হন্য হয়ে খুঁজছিলেন তিনি।

এ জন্য স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ওয়েবসাইট অনুসরণ করছিলেন। এ থেকেই ইসলামের বিভিন্ন বিষয় তার নজরে আসে এবং মহান এ ধর্মের প্রতি আকৃষ্ট হন তিনি।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, দারিয়া জন্মসূত্রে খ্রিস্টান ছিলেন। ২৫ মার্চ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর রোজা রাখেন। এর কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

পরে শুক্রবার (২৯ মার্চ) আল কাসাইস কবরস্থান মসজিদে ওই নারীর জানাজা হয়। এতে শত শত মানুষ অংশ নেন। তার আত্মার মাগফিরাত কামনা করেন।

‘জানাজা-ইউএই’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যায়, আরবরা ছাড়াও প্রবাসী মুসলমানরা জানাজায় অংশ নেন।

নওমুসলমানদের প্রতি এ ধরনের সংহতি জানানো আরব আমিরাতে নতুন নয়। উদাহরণ হিসেবে বলা যায়, লুইস জেন মিচেল নামে ৯৩ বছর বয়সী এক নারী ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি ২০২২ সালের নভেম্বরে ছেলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে থাকাবস্থায় মারা যান।

ওই সময়ও এ নারীর ইসলাম ধর্ম গ্রহণের খবর দিয়ে ‘জানাজা-ইউএই’সহ বেশ কিছু অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ধর্মান্তরের গল্প এবং জানাজার ঘোষণা দেওয়া হয়।

ওই পোস্ট স্থানীয়দের আবেগাপ্লুত করে। শত শত মুসলমান আত্মার মাগফিরাত কামনা করে তার জানাজার নামাজে অংশ নেন।



আপনার মূল্যবান মতামত দিন: