দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

মুনা নিউজ ডেস্ক | ১৯ মে ২০২৩ ০৯:৩৩

প্রশান্ত মহাসাগরে ৭.৮ মাত্রার ভূমিকম্প : ছবি সংগৃহীত প্রশান্ত মহাসাগরে ৭.৮ মাত্রার ভূমিকম্প : ছবি সংগৃহীত


নিউ ক্যালেডোনিয়ার লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে প্রশান্ত মহাসাগরে আজ শুক্রবার ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছে। এর পরই সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ৩৭ কিলোমিটার (২৩ মাইল) গভীরতায় আঘাত হানে। নিউ ক্যালেডোনিয়া, ফিজি, ভানুয়াতু ও কিরিবাতিসহ নিকটবর্তী দেশগুলোর জন্য সুনামির সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র ফিজি, ভানুয়াতু এবং নিউ ক্যালেডোনিয়ার মধ্যে অবস্থিত উপকূলের ১০০০ কিলোমিটারের (৬২১ মাইল) মধ্যে অবস্থিত উপকূলের জন্য একটি সুনামি সতর্কতা জারি করেছে।

৭.৮ মাত্রার ভূমিকম্পের ১ হাজার কিলোমিটারের মধ্যে সুনামি হতে পারে বলে প্রশান্ত মহাসাগরীয় সতর্কতা কেন্দ্র জানিয়েছে।

হাওয়াই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি টুইট করেছে যে হাওয়াইয়ের জন্য বর্তমানে সুনামির কোনো হুমকি নেই।

 


সূত্র : এএফপি



আপনার মূল্যবান মতামত দিন: