পুতিনকে ট্রাম্পের সমর্থন অবিশ্বাস্য : জেলেনস্কি

মুনা নিউজ ডেস্ক | ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৬

ভ্লাদিমির পুতিনকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন ‘পুরোপুরি অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন জেলেনস্কি : সংগৃহীত ছবি ভ্লাদিমির পুতিনকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন ‘পুরোপুরি অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন জেলেনস্কি : সংগৃহীত ছবি

 

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের পক্ষ নেওয়ায় অবাক হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ২৫ ফেব্রুয়ারি, রোববার সিএনএনের কেইতলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন করা ‘পুরোপুরি অবিশ্বাস্য’। ট্রাম্প কীভাবে পুতিনের পক্ষ নিতে পারেন, তা তার বুঝে আসে না।

জেলেনস্কি আরো বলেন, ‘আমি জানি ট্রাম্প পুতিনের সাথে দেখা করেছেন। কিন্তু আমি মনে করি তিনি পুতিনকে ভালোভাবে জানেন না। কারণ তিনি পুতিনের সঙ্গে লড়াই করেননি। তার আমেরিকান সেনাবাহিনী কখনোই পুতিনের বাহিনীর সাথে যুদ্ধ করেনি। বরং এ বিষয়ে আমরাই ভালোভাবে জ্ঞাত আছি। পুতিন যে কখনো থামবেন না, আমার মনে হয়, সেটাও ট্রাম্প বোঝেন না।’

জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনের জয় ‘মূলত পশ্চিমা দেশগুলোর সাহায্যের ওপরই 'নির্ভর' করছে।’

যুক্তরাষ্ট্র তার দেশের জন্য সামরিক সহায়তার প্যাকেজ অনুমোদন করবে এ ব্যাপারে তিনি ‘নিশ্চিত’ ছিলেন বলে জানান ইউক্রেন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘এই যুদ্ধে যদি ইউক্রেন হেরে যায়, তাহলে সেটা আমাদের জন্য খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ সেক্ষেত্রে বিপুলসংখ্যক মানুষ হতাহত হবেন। পুরো বিষয়টি আমাদের মিত্র ও পশ্চিমাদের ওপর নির্ভর করছে। তবে আমরা কংগ্রেসের ব্যাপারে আশাবাদী। আমরা নিশ্চিত, ইউক্রেনের ব্যাপারে তারা ভালো কোনো সিদ্ধান্তই নেবে।"

জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে হতাহতের সংখ্যা নিয়ে মিথ্যাচার করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দুই বছরে ইউক্রেনের ৩১ হাজার সেনা প্রাণ হারিয়েছেন। সংখ্যাটা কোনোভাবেই তিন লাখ বা দেড় লাখ নয়। পুতিন এ নিয়ে মিথ্যাচার করছেন। তবে সংখ্যাটি যা-ই হোক না কেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতি।’

 



আপনার মূল্যবান মতামত দিন: