পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের লাহোরের জামান পার্কের বাড়ি ফের ঘেরাও করেছে দেশটির পাঞ্জাব পুলিশ। এমন তথ্য দেন ইমরান খান নিজেই।
বুধবার (১৭ মে) ভিডিও লিংকের মাধ্যমে ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণ চলাকালেই পুলিশ তার বাড়ি ঘিরে ফেলে।
বুধবার রাতেই টুইট করে নিজেই এ আশঙ্কার কথা জানান ইমরান খান। টুইটে তিনি লেখেন, ‘নতুন করে গ্রেপ্তার হওয়ার আগে এটাই সম্ভবত আমার শেষ টুইট। পুলিশ আমার বাড়ির চারপাশে ঘিরে অবস্থান নিয়েছে।’
পরে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এক ভিডিও বার্তায় ইমরান বলেন, ‘যদি পুলিশ তল্লাশি চালানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র (ওয়ারেন্ট) নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করে, তাহলে তাদের বাধা দেওয়া হবে না।’
পুলিশের উদ্দেশে ইমরান খান আরও বলেন, ‘আমি শুনেছি, আমার বাড়িতে ৪০ জন সন্ত্রাসী লুকিয়ে আছে, এমনটাই বলা হচ্ছে। দয়া করে, ভদ্রতা বজায় রেখে এখানে আসুন। আমার বাড়িতে এসে ঝড় তোলার চেষ্টা করবেন না। যদি আমার বাড়িতে সত্যি ৪০ জন সন্ত্রাসী লুকিয়ে থাকে, তাহলে আমার জীবনও ঝুঁকিতে রয়েছে।’
ইমরান খান এক টুইটে গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশের পর পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মীর জিও নিউজকে বলেছেন, বৃহস্পতিবার দুপুর ২টার আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের জামান পার্কের বাড়ি থেকে কাউকে গ্রেপ্তার করা হবে না।
তিনি আরো বলেন, বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানো ‘৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী’ ইমরানের বাড়িতে লুকিয়ে আছে। তাদের পুলিশের কাছে হস্তান্তর করতে পিটিআই প্রধানকে আজ (বুধবার) বিকালে ২৪ ঘণ্টার সময় বেধে দেওয়া হয়েছে। ওই ডেডলাইন পার না হওয়া পর্যন্ত কোনো ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে না।
এর আগে গত ৯ মে আল-কাদির দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ইমরান খান। তবে, গ্রেপ্তারের একদিন পরেই অর্থাৎ, ১০ মে তাকে জামিন দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রীর গ্রেপ্তারের পর বিক্ষোভে নামে তার দলের নেতাকর্মীরা। ওই সময় সহিংসতাসহ দেশটির সেনাবাহিনীর ওপর হামলা চালানো হয়। এই হামলার জন্য পিটিআই নেতাকর্মীদের ওপর দোষ দিচ্ছে পাকিস্তানের বর্তমান সরকার।
সূত্র : খালিজ টাইমস
আপনার মূল্যবান মতামত দিন: