লোহিত সাগরে ইসরায়েল-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের জাহাজ নিষিদ্ধ ঘোষণা হুতিদের

মুনা নিউজ ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৮

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি


লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ জাহাজ নিষিদ্ধ ঘোষণা করেছে হুতি বাহিনী। ২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার হুতি নিয়ন্ত্রিত সংস্থা হিউম্যানিটারিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টার ওই অঞ্চলে কর্মরত বীমা কোম্পানি ও ফার্মগুলোর কাছে একটি বিবৃতি পাঠিয়েছে।

বিবৃতিতে লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরে ইয়েমেনের হুতিরা ইসরায়েলি ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন এবং ইসরায়েলের পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।

বিবৃতি অনুসারে, আমেরিকান বা ব্রিটিশ ব্যক্তি বা সংস্থার মালিকানাধীন বা তাদের পতাকার অধীনে চলাচলকারী জাহাজগুলিও নিষিদ্ধ করা হয়েছে।

গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিক্রিয়ায় হুতিরা লোহিত সাগরে হামলা অব্যাহত রেখেছে। এবার তারা এই সতর্কতা জারি করল। হুতিদের হামলা ইউরোপ ও এশিয়ার মধ্যে সংক্ষিপ্ততম এই শিপিং রুটে আন্তর্জাতিক বাণিজ্যকে ব্যাহত করেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: