ইসরায়েলের স্পর্শকাতর গুপ্তচরবৃত্তির স্থাপনায় নিখুঁতভাবে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ১২ ফেব্রুয়ারি, সোমবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করে বলে, আল-রাডার সামরিক ঘাঁটিতে নিখুঁতভাবে হামলা চালানোর জন্য তারা গাইডেড রকেট ব্যবহার করেছে।
এর একদিন আগেও হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনীর ব্রেইন্ট ব্যারাকে ফালাক-ওয়ান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
এর আগে অপর এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলের আল-এবাদ গোয়েন্দা স্থাপনায় তারা হামলা চালিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। সোমবার এক রিপোর্টে বলা হয়েছে, হিজবুল্লাহ এ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে ১০০০ এর বেশি হামলা চালিয়েছে।
ইসরায়েলি আগ্রাসনে রিপোর্ট লেখা পর্যন্ত ফিলিস্তিনের গাজায় ২৮ হাজার ৩৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা থামাবে না। ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে হিজবুল্লাহরও বহু যোদ্ধা হতাহত হয়েছে। সূত্র: ইরনা
আপনার মূল্যবান মতামত দিন: