সুইডেনের বৃহত্তম থিম পার্কে ভয়াবহ আগুন

মুনা নিউজ ডেস্ক | ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৩

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

সুইডেনের বৃহত্তম থিম পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো ওয়াটার পার্ক ঘিরে আগুন জ্বলতে থাকে। রয়টার্সের খবরে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি, সোমবার ওই সময়ে পার্কে কেউ ছিলেন না।

খবরে বলা হয়েছে, পশ্চিম সুইডেনের গতেনবার্গের বিনোদন পার্কে আউটডোর ওয়াটার স্লাইড ও অন্য জায়গায় আগুন লাগে। তখন অবশ্য ওয়াটার পার্কে কেউ ছিলেন না। এই পার্কটির কয়েক মাস পরই উদ্বোধন হওয়ার কথা ছিল। তাই ভয়ংকর আগুন লাগলেও কেউ হতাহত হননি।

পার্কের সঙ্গে যুক্ত একটি হোটেল ও অফিসবাড়ি পুলিশ পুরো খালি করে দেয়। এলাকার মানুষকে ঘরের ভিতরে থাকতে বলা হয়েছে। কারণ, পুরো শহর কালো ধোঁয়ায় ভরে গেছে।

বিনোদন পার্কের তরফে বলা হয়েছে, একটি ওয়াটার রাউডে প্রথমে আগুন লাগে। তারপর তা দ্রুত ছড়িয়ে যায়। ৯৮ লাখ ইউরো বা প্রায় ১১৬ কোটি টাকা দিয়ে এই ওয়াটার পার্ক বানানো হয়েছিল।

ঘটনাস্থলে দমকলের বিশাল বাহিনী গিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। কী করে আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: