আফগানিস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

মুনা নিউজ ডেস্ক | ২১ জানুয়ারী ২০২৪ ০৩:১৮

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

আফগানিস্তানের উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশে মস্কোগামী একটি ভারতীয় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ২০ জানুয়ারি, শনিবার রাতে একটি পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

আফগান সংবাদমাধ্যম খামা প্রেস জানিয়েছে, বিমানটি নির্ধারিত গতিপথ থেকে বিচ্যুত হয়ে বাদাখশান প্রদেশের জেবাক জেলার পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে। তবে বিমানটি কী ধরনের ছিল এবং তাতে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি।

ভয়াবহ দুর্ঘটনার কথা জানিয়েছেন বাদাখশানে তালেবানের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান। বিমান দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বিমানটা মস্কো যাচ্ছিল।

বাদাখশানের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জাবিহুল্লাহ আমিরি জানিয়েছেন, যাত্রীবাহী বিমানটি বাদাখশান প্রদেশের কারান, মানজান ও জিবাক জেলার তোপখানে পাহাড়ে বিধ্বস্ত হয়েছে।

দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারীর দল। তবে এখন পর্যন্ত সরকারি সূত্রগুলো হতাহত বা দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো তথ্য দেয়নি। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: