জাপানের ফের ভূমিকম্প

মুনা নিউজ ডেস্ক | ৯ জানুয়ারী ২০২৪ ১৯:২৫

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

নববর্ষের দিন পুরো বিশ্ব আনন্দ-উৎসবে মেতে থাকলেও জাপানে নেমে আসে শোকের ছায়া। এ দিন ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে দেশটি। ভূমিকম্পের এক সপ্তাহ পার হলেও প্রতি দিনই বাড়ছে নিহতের সংখ্যা। এখনো নিখোঁজ শতাধিক মানুষ। ভয়াবহ এই ভূমিকম্পের শোক কাটিয়ে ওঠার আগেই জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

এক আন্তর্জাতিক বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, মঙ্গলবার জাপানের মধ্যাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৬। তবে এই ভূমিকম্পের পর দেশটিতে কোনো ধরনের সুনামি সতর্কবার্তা জারি করা হয়নি।

জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, ভূমিকম্পটি জাপানের সাগরের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। ফলে দেশটির বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। এসব অঞ্চল গত ১ জানুয়ারির ভূমিকম্পেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে গত ১ জানুয়ারির শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়েছে। এখনো নিখোঁজ প্রায় শতাধিক মানুষ। সময় যত গড়াচ্ছে তাদের জীবিত উদ্ধারের আশা ততই ক্ষীণ হয়ে আসছে। তবে জীবিতদের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

গত সোমবার নববর্ষের দিন জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর পর ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমা শহরের উপকূলে ৩ দশমিক ৯ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। এ ছাড়া তোয়ামা শহর, কাশিওয়াজাকি, কানাজাওয়া বন্দর, টোবিশিমা দ্বীপ, সাদো দ্বীপসহ জাপানের পশ্চিম উপকূলীয় কয়েকটি এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামির খবর পাওয়া যায়।



আপনার মূল্যবান মতামত দিন: