মোদিকে নিয়ে স্ট্যাটাস, বরখাস্ত মালদ্বীপের তিন মন্ত্রী

মুনা নিউজ ডেস্ক | ৮ জানুয়ারী ২০২৪ ০৩:২৩

মালদ্বীপের ৩ মন্ত্রী- মরিয়ম সুইনা, মালসা শরীফ এবং মাহজুম মাজিদ : সংগৃহীত ছবি মালদ্বীপের ৩ মন্ত্রী- মরিয়ম সুইনা, মালসা শরীফ এবং মাহজুম মাজিদ : সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়ায় তিন মন্ত্রীকে বরখাস্ত করেছে মালদ্বীপ। তারা হলেন— মরিয়ম সুইনা, মালসা শরীফ এবং মাহজুম মাজিদ।

৭ জানুয়ারি, রবিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি কেরালার লক্ষ্যদ্বীপ দ্বীপপুঞ্জে বেড়াতে গিয়ে সেখানকার কয়েকটি ছবি প্রকাশ করে মোদি, ওই দ্বীপপুঞ্জে সাধারণ মানুষকে বেড়াতে যাওয়ার আহ্বান জানান।

ওই ছবিগুলো পোস্ট করার পরেই মোদিকে কটাক্ষ করে মালদ্বীপের মন্ত্রীসহ বেশ কয়েকজন রাজনীতিবিদ। তারা বলেন, মূলত ভারতকে মালদ্বীপের দ্বীপের মতো উপস্থাপন করতে চাচ্ছেন মোদি। কিন্তু ভারত কখনো মালদ্বীপের সৌন্দর্যের ধারে কাছে যেতে পারবে না।

এসব পোস্ট ভাইরাল হওয়ার পর ভারতের সাধারণ মানুষ হুমকি দেন তারা মালদ্বীপ ভ্রমণের পরিকল্পনা বাতিল করবেন। সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে উত্তেজনা সৃষ্টির পর তিন মন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় মালদ্বীপ।

এ ব্যাপারে মালদ্বীপের সরকার এক বিবৃতিতে বলেছে, ‘প্রতিবেশী দেশকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টের জেরে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের পক্ষে একটি বিবৃতি দিয়েছে। যারা সরকারি পদে থেকে সেসব পোস্ট করেছে তাদের বরখাস্ত করা হয়েছে।’

 



আপনার মূল্যবান মতামত দিন: